Bengali Poem Antim Ashwas - অন্তিম আশ্বাস is written by Khushi Sarkar
Poem - Antim Ashwas : অন্তিম আশ্বাস,
Written by - Poet Khushi Sarkar, খুশী সরকার,
Antim Ashwas poem written by Khushi Sarkar
Antim Ashwas
This Bengali Poem Antim Ashwas is written by Khushi Sarkar from India. She so many poems has been written. Her poems are very sweet, meaningful and also useful to us. So I decided some poem have been published in my blog on my request.she permitted mt to published her poem in this blog.
অন্তিম আশ্বাস
খুশী সরকার
উচু উচু পাকা বাড়ী, তার চেয়েও
উচু পাঁচিল,ঠাসা ঠাসা পাশা-পাশি।
সভ্যতার চরম প্রকাশ গায়ে আঁকা,
শৈল শহরের বুক চেরা কান্না এদের
ছুঁতে পারে না কখনও,নিস্তব্ধ।
কাতারে কাতারে মানুষের ভীর
চলন্ত ট্রেন বাঁশী বাজায়।
শব্ধহীন, প্রানহীন শবের মিছিল
বরফের শান্ত শয্যায় শায়িত,
তটিনির হাতছানি উদার করেনা
একাকী বিচ্ছিন্ন ছিন্নমূলের দল।
মালভূমির অনুচ্চ বক্ষের মত
রঙ ফিকে, শীর্ন রোগাজীর্ণ।
কালো পাথরেরর চাঁই রুদ্ধ,
সাবলীল স্বচ্ছ গতি মলিন,
ঝক্ঝকে সাদা রঙ উধাও
কোথায় কে জানে!
হয়তো অনাবিল তরঙ্গের খোঁজে,
তার বন্ধুর পথে যাত্রা।
ফুটপাতে মুমূর্ষু প্রাণের অন্তিম আশ্বাস
একটি স্বচ্ছ সকাল।
তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে বিম্বিত নবারুন।
----------
Post A Comment:
0 comments:
Thank you for your valuable Comment